Loading Image

Votar halnagad

ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া-২০২৫

img_cover

সূত্রঃ বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস

২ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির এক বৈঠকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব তথ্য জানান।

আগামী বছরের ২ মার্চের পর থেকে নির্বাচন কমিশন (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য তথ্য সংগ্রহ শুরু করবে। যাদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ বছর হবে, তারা ভোটার হতে পারবেন। 

নতুন ভোটারদের ২০২৬ সালের ২ মার্চ চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ জানুয়ারিতে ভোটার তালিকার খসড়া এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

তবে ২০২৪ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়নি, এবং অনেকে বয়স ১৮ হওয়া সত্ত্বেও নিজ উদ্যোগে ভোটার নিবন্ধন করেননি। তাই ২০২৫ সালে বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন। নতুন ভোটার হওয়ার জন্য বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি কোনো ব্যক্তি অনলাইনে ভোটার আবেদন করে বা ইসি কার্যালয়ে গিয়েও নিবন্ধন করতে পারেন।

কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচনের তফশিল ঘোষণার আগে পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকাভুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। তাই, ২০২৫ থেকে ২০২৬ সালের ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিদের তথ্যও বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। একইসঙ্গে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং দ্বৈত বা অন্য কোনো জটিলতা সংশোধনের কাজও করা হবে।

ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ এর সময়সূচী


img_ecs

Source: www.ecs.gov.bd

নতুন ভোটার হওয়ার জন্য যা যা লাগবে
👉 অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা এবং ইংরেজি)
👉 JSC/SSC শিক্ষা সনদ সত্যায়িত
👉 প্রবাসী নাগরিকদের ভােটারের ক্ষেত্রে পাসপাের্টের সত্যায়িত ফটোকপি
👉 নাগরিক সনদপত্র (চেয়ারম্যান/পৌর মেয়র)
👉 পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি
👉 বিবাহিত হলে স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি
👉 পিতা মাতার NID না থাকলে ওয়ারিশ সনদ, মৃত্যুসনদ অথবা জন্মসনদ
👉 শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর (ডেমো ছবি লিংকে দেখে নিন!)
👉 যাচাইকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর (ডেমো ছবি লিংকে দেখে নিন!)
👉 রক্তের গ্রুপের জন্য মেডিক্যাল রিপোর্ট
👉 ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রসিদ এবং ভাড়াটিয়া চুক্তিনামার কপি
👉 বাদপড়া ভোটারদের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়নপত্র

আবেদন করার জন্য আলিনা কম্পিউটারস্ নিবন্ধন ফরম নিচে ডাউনলোড করে নিতে পারেন !

ডাউনলোড করুন

নিবন্ধন ফরম

PDF

আপনার যদি ভোটার হালনাগাদ সম্পর্কে অন্য কোন প্রশ্ন থাকে বা জানার দরকার হয়, দয়া করে যোগাযোগের ঠিকানায় আপনার মতামত শেয়ার করুন?

পোস্টটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন!

Thank You For Reading This Post

Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !